বর্তমানে কিছু ফেইক ফেইসবুক আইডি এবং পেইজ থেকে আমার হয়ে কিছু বাজে বাজে পোস্ট করা হচ্ছে যার কিছুই আমি জানতাম না এবং এসবের জন্য আমি বিন্দুমাত্র দায়ীও না।
আমার নামে একটা ফেইক পেইজে ব্রাজিলের খেলোয়াড় নেইমারকে নিয়ে বাজে পোস্ট শেয়ার করা হচ্ছে যা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে এবং মানুষ আমাকে নিয়ে আজে বাজে সমালোচনা করছে। এর জন্য আমি বিন্দুমাত্র দোষী নই। আমি নিজেও একজন ব্রাজিল সমর্থক এবং একজন খেলোয়াড় হিসেবে অন্য খেলোয়াড়কে আমি অবশ্যই শ্রদ্ধা করি। এসব বাজে পোস্ট আমি একজন মানুষ এবং খেলোয়াড় হিসেবে কখনও সমর্থন করি না।
কিছু কুচক্রিমহল আমার দুর্নাম রটাতে ইচ্ছাকৃতভাবে এসব করছে। আশা করি, যারা আমার শুভাকাঙ্ক্ষী ও সমর্থক এসব বিষয় বিবেচনা করে মূল দোষীদের খুঁজে বের করতে সামর্থ্য হবেন।
আর যারা এসব ফেইক আইডি এবং পেইজ থেকে ইচ্ছাকৃতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব ভিত্তিহীন বানোয়াট দুর্নাম রটাতে উঠে পড়ে লেগেছেন তাদের বিরুদ্ধে আমি অবশ্যই আইনের আশ্রয় নিব।
My Original Facebook ID link:
https://www.facebook.com/profile.php?id=100006579757516
My Original Facebook page link:
https://m.facebook.com/166777443936904
উপরের দুইটা ছাড়া আমার কোন ফেইসবুক আই ডি এবং পেইজ নেই।
(খেলোয়াড়ের ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা