চলছে ক্রিকেট বিশ্বকাপ। ক্রীড়াপ্রেমীরা মেতে আছে ক্রিকেট নিয়ে। এতকিছুর মাঝে আলাদাভাবে জায়গা করে কোপা আমেরিকার সেমিফাইনাল। কারণ এবার কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৬টায় ব্রাজিলের মিনেইরো স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সারা বিশ্বের মতো বাংলাদেশি কোটি ফুটবলপ্রেমীদের চোখ এখন এ ম্যাচের দিকে। কারণ ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়া মানেই বিশেষ কিছু। আর এই দেশে ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তের সংখ্যাও চোখে পড়ার মতো।
তবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের এই লড়াইটি আবার বাংলাদেশের ভক্ত-সমর্থকরা সরাসরি টিভিতে দেখার সুযোগ পাচ্ছেন না। কারণ বাংলাদেশে প্রচারিত স্পোর্টস চ্যানেলগুলোর কোনোটিতেই দেখা যাচ্ছে না এবারের কোপা আমেরিকার খেলা। তবে অনলাইনে বসে সরাসরি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি দেখতে পারবেন।
এই লিংকে প্রবেশ করলে দেশি-বিদেশি চ্যানেলগুলো তালিকা পাওয়া যাবে। সেখানে তিন নম্বর সারিতে রয়েছে ফুটবল চ্যানেল। তার শুরুতেই দেখা যাবে বেইন স্পোর্টস। এই চ্যানেলের ৩, ৪, ৬ এবং ১০- এই চারটি চ্যানেলেই দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ।
এই লিংকটিতে পাওয়া যাবে মোবাইল অ্যাপস। যেটা ডাউনলোড করে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মোবালেই দেখা যাবে।
এই লিংকে প্রবেশ করলে অনলাইনে সরাসরি ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচটি সরাসরি দেখা যাবে।
এই লিংকেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে কোপা আমেরিকা সেমিফাইনালের।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ