এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভ এফসি।
মঙ্গলবার মালয়েশিয়ার এএফসি সদর দপ্তরে অনুষ্ঠিত হয় ড্র। যেখানে নির্ধারণ হয় বাংলাদেশ লিগের ছয়বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ উত্তর কোরিয়ার চ্যাম্পিয়নরা। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নকআউট পর্বে আবাহনীর প্রথম পরীক্ষা ২১ আগস্ট। আর ফিরতি লেগ হবে ২৮ আগস্ট পিয়ংইয়ং-এ।
২০১৭ সালে সুযোগ পাওয়ার পর থেকে এএফসি কাপের দক্ষিণ এশিয়া অঞ্চলে রাজত্ব করেছে ভারতের বেঙ্গালুরু এফসি। এবার তাদের পিছনে ফেলে এশিয়ান ফুটবলে নতুন রাজ্যত্ব গড়েছে আবাহনী।
এএফসি কাপ ২০১৯-র প্রথম পর্বে ৬ ম্যাচে ৪ জয়, ১ ড্র আর ১ হারে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় দেশের একমাত্র প্রতিনিধিরা।
বিপরীতে গ্রুপ পর্বে ৬ ম্যাচে ৫ জয়ের বিপরীতে মাত্র এক ম্যাচ হেরেছে এপ্রিল টোয়েন্টি ফাইভ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন