কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। এই ম্যাচের ১৯ মিনিটে রবার্তো ফিরমিনোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস।
দলের অসাধারণ এই জয়ে ভূমিকা রাখার পর ২২ বছর বয়সী ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড বলেছেন, ‘আগে থেকেই এই ম্যাচে গোল পাবার একটি অনুভূতি আমার মধ্যে কাজ করছিল। অন্য কোনো সময় আমি এই ধরনের কথা বলিছি। আমি দারুণ আত্মবিশ্বাসী ছিলাম। বিশেষ করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই জয় এসেছে এবং আমি তাতে অবদান রাখতে পেরেছি। ফিরমিনোও দারুণভাবে আমাকে সহযোগিতা করেছে। গোলের জন্য নয়, পুরো দলের জন্যই আমি উচ্ছসিত। পুরো ম্যাচ নিয়েই আমরা সন্তুষ্ট। এই ধরনের গতি নিয়েই আমাদের প্রতিটি ম্যাচ খেলতে হবে।’
জেসুসের কঠোর পরিশ্রমের প্রশংসা করেছে ব্রাজিলিয়ান কোচ তিতে। বিশেষ করে আগের চার ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ায় তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি। পেরুর বিপক্ষে পেনাল্টিও মিস করেছিলেন জেসুস।
তিতে বলেন, ‘গ্যাব্রিয়েল এমন একজন খেলোয়াড় যে কখনই ম্যাচ ছেড়ে দেয় না। আমি মনে করি আজকের পারফরমেন্স দিয়ে সে সব কিছুর জবাব কিছুটা হলেও দিতে পেরেছে। সে তার সমস্যা সমাধানের চেষ্টা নিজে নিজেই করেছে। তার বয়স এখনো কম, আমি যদি তাকে ৫০টি শ্যুট নিতে বলি সে নেয় ৫১টি। এই ধরনের যোগ্যতা সকলের মধ্যে থাকে না।’
জেসুসের প্রথম গোলটির পিছনে অধিনায়ক দানি আলভেসের অবদানও কম নয়। তিতে আলভেসের মানসিক শক্তির প্রশংসা করে বলেছেন, ‘সে এতটাই স্বাভাবিক যে তার জন্য আমি আমি দারুণ খুশী। মানুষ হিসেবেও আলভেস অনেক ভাল। তার মত একজন খেলোয়াড়কে দলে পাওয়াটা সত্যিই সৌভাগ্যের।’
প্রতিপক্ষ দলের হলেও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিরও প্রশংসা করেছে তিতে। তিনি বলেন, মেসি অন্য পর্যায়ের খেলোয়াড়। সে সত্যিই ব্যতিক্রম। তার পক্ষে সবকিছুই করা সম্ভব।
বিডি প্রতিদিন/এনায়েত করিম