নেদারল্যান্ডসকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল যুক্তরাষ্ট্র।
রবিবার ফ্রান্সের লিঁয়তে টুর্নামেন্টের ফাইনালে নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়েছে তারা।
এ নিয়ে রেকর্ড চতুর্থবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতলো দলটি। এর আগে ১৯৯১, ১৯৯৯ এবং ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয় উত্তর আমেরিকার দেশটি।
পার্ক অলিম্পিক লিঁয়নেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুর থেকেই দাপট দেখিয়েই খেলে যুক্তরাষ্ট্রের মেয়েরা। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের মাথায় নেদারল্যান্ডসের ফাউলে পেনাল্টি পায় যুক্তরাষ্ট্র। সুযোগ পেয়ে সেটা আর হাতছাড়া করেননি মেগান রেপিনো। দারুণ গোলে দলকে এগিয়ে নেন তিনি।
পরের গোলটি পেতেও বেশি সময় লাগেনি যুক্তরাষ্ট্রের। এবার ডাচ রক্ষণকে পরাস্ত করে জাল কাঁপান রোজ লেভেলে, ম্যাচের ৬৯ মিনিটে। শেষ পর্যন্ত ওই ২-০ গোলের জয় নিয়েই শিরোপা উৎসবে মেতেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন