১২ বছর পর কোপার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমে প্রথমার্ধে ১-২ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন এভেরটন এবং এছাড়া ম্যাচের ৪৪ মিনিটে প্যানাল্টির মাধ্যমে গোল পায় পেরু। তবে বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিল স্ট্রাইকার জেসুস।
টুর্নামেন্টের ফাইনালে আজ রাতে পেরুকে হারাতে পারলেই লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এবারের আসরের আয়োজক দেশ ব্রাজিল। শুরু থেকেই দাপট দেখিয়েছেন তারা। কোপার এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে পেরুভিয়ানদের ফাইনালে ওঠাটা বিশাল চমক হয়ে এসেছে। কেননা গ্রুপপর্বে ব্রাজিল ও ভেনিজুয়েলার পেছনে থেকে তৃতীয় হয়েছিল তারা। কিন্তু কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শূটআউটে শক্তিশালী উরুগুয়েকে হারায় লস ইনকাসরা।
টানা দুবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠে পেরু!
সবধরনের প্রতিযোগিতায় ব্রাজিলের বিপক্ষে ৪৫ বারের দেখায় পেরুর জয় মাত্র ৯টিতে! বিপরীতে ব্রাজিলের জয় ৩২ ম্যাচে। ৪টিতে ড্র। অতীত পরিসংখ্যানের বিবেচনায় এবারও এগিয়ে ব্রাজিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন