নেইমার ফিরছেন না বার্সেলোনায়, জানিয়ে দিলেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। নেইমার বার্সেলোনায় ফিরছেন কী ফিরছেন না, তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল। স্পেনের অনেক সংবাদমাধ্যম দাবি করেছিল, সামনের মৌসুমে নেইমারকে বার্সেলোনার জার্সি গায়ে খেলতে দেখা যাবে। সেই জল্পনায় পানি ঢেলে দিলেন বার্সেলোনা সভাপতি।
সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে কাতালান ক্লাবটির সভাপতি জানিয়ে দিলেন, ‘এবছর নেইমারকে কেনা সম্ভব নয় বার্সেলোনার পক্ষে। আমরা সবাই জানি নেইমার আর পিএসজির জার্সি গায়ে খেলতে চান না। তিনি বার্সেলোনাতে ফিরতে চাইছেন। অনেক ভক্তও চাইছে নেইমার বার্সেলোনায় ফিরে আসুক। কিন্তু এর পাশাপাশি আমরা আরও জানি নেইমারকে পিএসজির ছাড়তে চায় না। তাই নেইমারকে এবছর বার্সেলোনায় নিয়ে আসা সম্ভব নয়।’
অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছিল যে স্বয়ং মেসি নাকি নেইমারকে বার্সেলোনায় আবার ফিরিয়ে আনতে চাইছেন। সেই সকল দাবিকে নস্যাৎ করে ক্লাব সভাপতি জানিয়েছেন, ‘মেসি কোনোদিন খেলোয়ার কেনা-বেচা নিয়ে মন্তব্য করেননি। তিনি শুধু এমন একটি দল চান, যে দল বড় ম্যাচে ভাল পারফর্ম করতে পারবে।’
পাশাপাশি জোসেপ মারিয়া বার্তোমেউ আরও বলেন, ‘এই মৌসুমে আমরা ডেম্বেলে, কুটিনহো এবং নেলসন সেমেডোকে ছাড়ব না। ডেম্বলে একজন তরুণ ও প্রতিভাবান প্লেয়ার। তাকে বিক্রি করার আপাতত কোনো পরিকল্পনা নেই আমাদের।’
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ