পাকিস্তানের বোলিং কোচ পদে আবেদন করেছেন দলটির সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনিস। দুই মেয়াদে তিনি পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। এবার একসময়ের আলোচিত এ ফাস্ট বোলার দলটির শুধু বোলিং কোচ হওয়ার আবেদন করেছেন। জিও নিউজ এ খবর প্রকাশ করেছে।
বোলিং কোচ আজহার মাহমুদের সঙ্গে পিসিবি চুক্তি নবায়ন না করায় পদটি খালি হয়ে যায়। পদটিতে আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট।
এর আগেও পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন ওয়াকার ইউনিস। ২০০৬ সালে তিনি পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পান। এক বছর পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর ২০১০ সালে প্রথমবারের মতো দলটির প্রধান কোচের দায়িত্ব নেন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা