২৪ আগস্ট, ২০১৯ ১৩:১৭

২৯ বছরের রেকর্ডের দ্বারপ্রান্তে লিভারপুল

অনলাইন ডেস্ক

২৯ বছরের রেকর্ডের দ্বারপ্রান্তে লিভারপুল

প্রিমিয়ার লিগে টানা ১১টি ম্যাচ জিতেছে লিভারপুল। শনিবার আর্সেনালকে হারালেই নিজেদের ২৯ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলবে ইয়ুর্গেন ক্লপের দল। লিভারপুলের বিরুদ্ধেই শনিবার অ্যানফিল্ডে খেলতে নামছে আর্সেনাল। এই মৌসুমের শুরুটাও ভালো করেছে লন্ডনের ক্লাবটি। লিভারপুল ছাড়া একমাত্র আর্সেনালই প্রথম দুটি ম্যাচ জিততে পেরেছে প্রিমিয়ার লিগে।

ক্লপ আসার পর অ্যানফিল্ডে আর্সেনাল সমর্থকরা গেছেন আর লজ্জার স্কোর নিয়ে ফিরেছেন। এই সময়ে চার ম্যাচে ১৫ গোল হজম করেছে গানাররা। একটি মাত্র পয়েন্ট জুটেছে ওই চার ম্যাচে। প্রিমিয়ার লিগের শুরুতেই লিভারপুলের বিরুদ্ধে বড় ম্যাচ তাই বেশ কঠিন পরীক্ষা উনাই এমেরির দলের।

শনিবার বড় দলগুলোর মধ্যে ম্যাচ আছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসিরও। ঘরের মাঠে ইউনাইটেড খেলবে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। আর নতুন মৌসুমে এখনো পর্যন্ত জয়ের মুখ না দেখা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি অ্যাওয়ে ম্যাচে খেলবে নরউইচের বিরুদ্ধে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর