বরিশালে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন ন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমান এসময় সাংবাদিকদের বলেন, বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে। বরিশালের ১০টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের সমন্ময়ে ১১টি বালক ও ১১টি বালিকা সহ মোট ২২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।
আগামী ১৭সেপ্টেম্বর এই আয়োজনের উদ্বোধন করবেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। ২২ সেপ্টেম্বর সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ