ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। এদিকে বৃষ্টির কারণে টসে বিলম্ব হচ্ছে। খেলা কখন মাঠে গড়াবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
এদিকে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের মাঠে নামতে যেন তর সইছে না। একদিকে মাঠকর্মীরা নিজেদের কাজ করে যাচ্ছেন, সাকিবও যেন সে সবের খোঁজখবর নিতেই চলে এলেন মাঠে।
মাঠের খোঁজ নিতে এসে রোলারের ড্রাইভারের ঠিক উল্টো দিকে পা ঝুলিয়ে বসলেন সাকিব। হাতে বলও। যে বল ঘুরিয়ে ঘুরিয়ে যেন প্র্যাকটিস করে নিচ্ছিলেন মনের অজান্তেই।
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। টস হওয়ার কথা ছিল ৬ টায়। কিন্তু বৃষ্টির পর ভেজা আউটফিল্ডোর কারণে মাঠ এখনও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় টস হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন