পাকিস্তান জাতীয় দলের কোচের পদে আসার পর নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন মিসবাহ-উল-হক। দলের ক্রিকেটার শাদাব খান যেমন জানিয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ থেকে প্রাপ্ত ম্যাচ ফি তিনি তুলে দেবেন কাশ্মীরের মানুষের জন্য। কিন্তু মিসবাহ বুঝিয়ে দিয়েছেন, তিনি ক্রিকেটের মধ্যেই থাকতে চান।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরে ভারতীয় দল যেভাবে সেনাদের টুপি পরে খেলতে নেমেছিল, পাকিস্তান দলও কি তেমনই কিছু ভেবে রেখেছে? কাশ্মীর নিয়ে তার মনোভাব কী? মিসবাহ বলেন, ‘‘পাকিস্তানের মানুষের সহমর্মিতা রয়েছে কাশ্মীরের প্রতি। কিন্তু আমাকে ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন করলে খুশি হবো।’’
যদিও শুক্রবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে বহু প্রতীক্ষিত পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ানডে প্রবল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। বৃষ্টিতে একটি বলও খেলা হয়নি। দ্বিতীয় ওয়ান ম্যাচের তারিখেও পরিবর্তন করা হয়েছে। আগে ঠিক ছিল, দ্বিতীয় ম্যাচ হবে আগামী রবিবার। কিন্তু ন্যাশনাল স্টেডিয়ামকে ঠিক করতে আরও সময় লাগবে। তাই সেই ম্যাচ হবে আগামী সোমবার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ