এবার ক্রিকেট প্রশাসনে মহাম্মদ আজহারউদ্দিন। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হলেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। ৯৯টি টেস্ট এবং ৩৩৪টি একদিনের ম্যাচ খেলা আজাহারউদ্দিন গত সপ্তাহেই মনোনয়ন পেশ করেছিলেন। আর নির্বাচনে বিপক্ষের প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রকাশ চন্দ্র জৈনকে ১৪৭-৭৩ ব্যবধানে পরাজিত করেছেন তিনি।
আন্তর্জাতিক স্তরে ভারতকে নেতৃত্ব দেওয়ার পরও, ক্রিকেটার আজাহারউদ্দিনের ক্যারিয়ারের শেষটা মধুর হয়নি। ফিক্সিং কাণ্ডে জড়িয়ে কলঙ্কিত হয়েছিলেন তিনি। ভারতীয় বোর্ডও তাকে আজীবন নির্বাসিত করেছিল। পরে কোর্ট থেকে তাকে ক্লিনচিট দেওয়া হয়। ক্রিকেট ছাড়াও রাজনীতিতেও পা রেখেছিলেন তিনি। ২০০৯ সালে কংগ্রেসের টিকিটে উত্তরপ্রদেশের মোরাদাবাদ কেন্দ্রের সাংসদও নির্বাচিত হন তিনি। এবার দেখা যাবে, ক্রিকেট প্রশাসক হিসাবে তিনি কতটা সফল হন।
বিডি-প্রতিদিন/শফিক