আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার কাইল মিলস। ১৭০ ম্যাচে ২৪০ উইকেট নিয়ে ওয়ানডেতে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে ৪০ বছর বয়সী মিলস ২০১৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় নেন।
২০২০ মৌসুমের জন্য কলকাতার প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান জক ক্যালিসের স্থলাভিষিক্ত হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। দীর্ঘ নয় বছর পর কলকাতার দায়িত্ব ছেড়ে এই মৌসুমে চলে গেছেন ক্যালিস। ম্যাককালামের পরামর্শক হিসেবে নতুন করে আরো নিয়োগ পেয়েছেরন নাইট রাইডার্স ও অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ডেভিড হাসি।
বিডি-প্রতিদিন/মাহবুব