ফ্রেঞ্চ লিগ ওয়ানে অঁজিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পিএসজি। এরই সঙ্গে লিগে শীর্ষস্থান মজবুত করেছে টমাস টুখেলের দল।
এদিন ম্যাচের ১৩তম মিনিটে পিএসজিকে লিড এনে দেন সারাবিয়া। আন্দের এররেরার পাসে বল ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ৩৭তম মিনিটে পিএসজির ব্যবধান বাড়ান ইকার্দি। নেইমারের পাস কাটব্যাক করে বল পাঠান সারাবিয়া। আর সেখান থেকেই প্রথম ছোঁয়ায় জোরালো শটে বল ঠিকানায় পাঠান ইকার্দি। ম্যাচের ৫৯ মিনিটে গোল পান ইদ্রিসা গেয়ি। এদিকে নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে গোল করেন নেইমার। এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের পাস ডি-বক্সে পেয়ে গোলরক্ষককে কাটিয়ে কোনাকুনি শটে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ