ইনিংসের অষ্টম ওভারে চাহালের বলে উড়িয়ে মারতে গিয়ে লং-অনে ধাওয়ানের হাতে ধরা পড়েছেন নাঈম শেখ। আর এর মাধ্যমে সাজঘরের পথ ধরেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নেমে ২৮ বলে ২৬ রান করে সাজঘরে ফিরেন এই ওপেনার।
এর আগে ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান লিটন দাস। দীপক চাহারের করা ওভারের পঞ্চম বলে কাভার পয়েন্টে রাহুলের হাতে ক্যাচ হন তিনি। ফেরার আগে লিটন করেছেন ৪ বলে ৭ রান।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের দেয়া ১৪৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ২ উইকেটে ৭৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/আরাফাত