ওয়ানডেকে আরও জনপ্রিয় করে তুলতে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ২০০৯ সালেও এমন একটি পরিকল্পনার কথা জানিয়েছিলেন ক্রিকেটের এ লিটল মাস্টার।
৫০ ওভারের ক্রিকেটের বিষয়ে শচীনের প্রস্তাব, দুই ইনিংসে ২৫ ওভার করে ব্যাট করবে দুই দল। এতে করে যে কোন ম্যাচে ভেজা উইকেট কিংবা শিশিরের সুবিধা নিতে পারবে দুই দলই।
শচীন বলেন, ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে ওয়ানডের প্রতি আমাদের প্রথমে নজর দেয়া উচিত। ৫০ ওভারের ক্রিকেটকে দুইভাগে ২৫ ওভারে ভাগ করা উচিত। দুই ইনিংসের মাঝখানে বিরতি থাকবে ১৫ মিনিট করে। ওয়ানডের নানা জায়গায় পরিবর্তন আনা যেতে পারে। প্রথম ২৫ ওভার থেকে যদি টিম -১ সব উইকেট হারিয়ে ফেলে তাহলে টিম-২ ৫০ ওভার পাবে লক্ষ্য তাড়া করার জন্য।
বিডি প্রতিদিন/ফারজানা