ভারতের মাটিতে প্রথমবার দিন-রাতের টেস্ট আয়োজন করে সুপারহিট ক্রিকেটের নন্দনকানন। দিন-রাতের টেস্টে হাউসফুল ইডেন দেখে মুগ্ধ ক্রিকেটাররাও। পাকাপাকিভাবে দিন-রাতের টেস্ট আয়োজনের দায়িত্ব নিতে চায় সিএবি। অস্ট্রেলিয়ায় দিন রাতের টেস্ট অনুষ্ঠিত হয় শুধুমাত্র অ্যাডিলেডেই। তেমনভাবেই ইডেনে শুধুমাত্র দিন রাতের টেস্ট আয়োজনের জন্য বোর্ডকে প্রস্তাব দেওয়ার ভাবনা সিএবি'র।
সিএবি সচিব অভিষেক ডালমিয়া জানান, "ইডেন গার্ডেন্সেই কিন্তু প্রথম পিঙ্ক বলে খেলাটা হয়, আমাদের লোকাল লিগে যেটার নাম সুপার লিগ। তো আমরা সেখান থেকেই শুরু করেছি তাই জন্যে পিঙ্ক বলের একটা জায়গা ইডেন গার্ডেন্সে প্রথম থেকেই চলছে। এছাড়া এখন প্রথম ম্যাচটা সফল হয়েছে। প্রচুর লোক আসতে পেরেছে স্টেডিয়ামের। সবচেয়ে বেশি মানুষ মাঠে এসে ম্যাচটা দেখতে পেরেছে। অ্যাডিলেডে যে রকম হয়। অস্ট্রেলিয়া তো এরকম একটা উদাহরণ তৈরি করে সাহায্য করেছে। আমার মনে হয় এই বিষয়টা এবার বিসিসিআই'র একটু ভাবা দরকার। "
বিডি প্রতিদিন/ ওয়াসিফ