১৮ জানুয়ারি, ২০২০ ০৯:৪৪

কামিন্সের বলে ইনজুরিতে ধাওয়ান

অনলাইন ডেস্ক

কামিন্সের বলে ইনজুরিতে ধাওয়ান

সংগৃহীত ছবি

প্রথম ম্যাচে বাজে হারের পর ব্যাটে-বলে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সমতায় ফিরেছে ভারত। শুক্রবার রাজকোটে মুখোমুখি হয় দু’দল। প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪০ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৪ রান করতে পারে অজিরা।

তবে এই ম্যচে ইনজুরি হানা দেয় ভারত শিবিরে। শুক্রবার ব্যাট করার সময় দশম ওভারে প্যাট কামিন্সের বল সজোরে শিখর ধাওয়ানের পাঁজরে লাগে। সাময়িক চিকিৎসার পরে উঠে দাঁড়ান তিনি এবং দুরন্ত ৯৬ রানের ইনিংস খেলেন। ইনিংস বিরতির পরেই বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ডানদিকের পাঁজরে চোট লাগার কারণে ধাওয়ান ফিল্ডিং করতে পারবেন না। যুজবেন্দ্র চাহাল পরিবর্ত হিসেবে ফিল্ডিং করবেন।

উল্লেখ্য, প্রথম একদিনের ম্যাচে কনকাশনের কারণে কিপিং করতে পারেননি ঋষভ পন্থ। বোলার ছিলেন কামিন্সই। এদিনের ম্যাচেও পন্থ খেলেননি। বদলি হিসেবে দলে আসেন মণীশ পান্ডে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর