২৬ জানুয়ারি, ২০২০ ১১:২৮

পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের কারণ জানালেন টাইগার কোচ

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের কারণ জানালেন টাইগার কোচ

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার একদিনের ব্যবধানে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে টি-টোয়েন্টি মেজাজেই ১৪.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৭ রান করে জয় তুলে নেয় পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল বাবর আজমের দল।

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারের পেছনে অনভিজ্ঞতাকেই দুষলেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। স্কিল নিয়ে কাজ করতে হবে অনেক বেশি, জানান টাইগার হেডকোচ। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে এড়াতে চান হোয়াইটওয়াশ।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে হারের পর রাসেল ডমিঙ্গো বলেন, 'ম্যাচের ফলাফল নিয়ে যদি বলেন আমি অবশ্যই হতাশ। প্রথম ম্যাচে আমরা ১৫ রানের মতো কম করেছিলাম। আজ খুব সম্ভবত ২৫ রানের মতো কম করেছি। পাকিস্তান র‌্যাকিংয়ের ১ নম্বর দল, আমরা র‌্যাংকিংয়ের ৯ নম্বর দল। পার্থক্যটা স্পষ্ট। দুই দলের মধ্যে পার্থক্যটা অনেক। সেটা স্কিল হোক আর অভিজ্ঞতা হোক।'

তিনি আরও বলেন, 'আমরা খুব ভালো করেই জানি পাকিস্তান ডিফেন্ড করাতে কতটা ভালো। তাদের ডেথ বোলিংটা বেশ ভালো। প্রথম দুই ম্যাচে পরিকল্পনা কাজে আসেনি। ব্যর্থ হয়েছি আমরা। শেষ ম্যাচটায় অন্তত প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমরা। লক্ষ্য থাকবে হোয়াইটওয়াশ এড়ানো।'


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর