অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারত হারিয়ে বিশ্বকাপ জিতল বাংলাদেশ। ভারতের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে দুর্দান্ত জয় তুলে নেয় টাইগার যুবারা।
এদিকে, বিশ্বকাপে শিরোপা জয়ের পর একে একে যখন প্রেজেন্টার অধিনায়কদেরকে অনুভূতি ব্যক্ত করার আহবান জানান তখন ভারতের অধিনায়ক প্রিয়ম গর্গ হিন্দিতে কথা বলেন। আর একজন দোভাষী তার কথা ইংরেজিতে অনুবাদ করে দর্শকদের উদ্দেশে শোনান।
অন্যদিকে, বাংলাদেশে দলেন অধিনায়ক আকবর আলী সাবলীলভাবেই ইংরেজিতে তার বক্তব্য রাখেন। এছাড়াও ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফাইনাল সেরা পুরস্কার লাভ করেন আকবর আলী।
এর আগে, ২০১৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছিল। এবার বিশ্বকাপে কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন