অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টান টান উত্তেজনার ম্যাচে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। ভারতের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডার্ক লুইস পদ্ধতিতে ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ৪২.১ ওভারে ১৭০ রান করে ৩ উইকেটের জয় তুলে নেয় টাইগার যুবারা।
বাংলাদেশকে সামনে থেকেই নেতৃত্ব দিয়ে জয় এনে দেন অধিনায়ক আকবর আলী। দলের সঙ্কট মুহূর্তে তার ঠাণ্ডা মাথার ৪৩ রান জয়ে মূখ্য ভূমিকা রাখে। তাইতো শিরোপা জয়ের পাশাপাশি জিতে নেন ম্যাচে সেরার পুরস্কার।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আকবর জানিয়ে দিলেন, এই বিশ্বকাপ জয় যেনো স্বপ্ন সত্যি হওয়ার মতো। আকবর বলেন, স্বপ্ন যেনো সত্যি হলো। এটা আমাদের গত দুই বছরের কঠোর পরিশ্রমের ফসল। কোচিং স্টাফদের আমি ধন্যবাদ দেওয়াটা যথেষ্ট মনে করি না, তারা মাঠ ও মাঠের বাইরে আমাদের জন্য কি না করেছে। বোলাররা আমাদের কাজটা সহজ করে দিয়েছে। যেটা করেছে, সেটা আসলে হওয়ার কথা ছিল না।
প্রতিপক্ষ ভারতের প্রশংসা করে তিনি আরও বলেন, আমি ভারতীয় ক্রিকেটারদের শুভেচ্ছা জানাচ্ছি। তারা পুরো টুর্নামেন্টেই অসাধারণ ছিল।
প্রথমবারের মতো এ ফরম্যাটে ফাইনালে ওঠে বাংলাদেশ। আর অপরাজিত থেকেই জিতেছে শিরোপা। এছাড়া ২০১৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন