বল হাতে আদিল রশিদ ও ব্যাট হাতে রুট-বেয়ারস্টো-ডেনলি ত্রয়ী রং ছড়ালেন ওয়ান্ডারার্সে। দলগত পারফরম্যান্সে ভর করে দক্ষিণ আফ্রিকাকে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে ২ উইকেটে পরাজিত করল ইংল্যান্ড। সেই সঙ্গে তিন ম্যাচের একদিনের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করল ব্রিটিশরা। এর আগে কেপ টাউনে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নেয় আয়োজক দক্ষিণ আফ্রিকা। ডারবানে দ্বিতীয় একদিনের ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই পরিত্যক্ত হয়।
জোহানেসবার্গে টস জিতে প্রোটিয়াদের প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে। হাফ-সেঞ্চুরি করেন কুইন্টন ডি’কক ও ডেভিড মিলার৷। রশিদ নজর কাড়া বোলিং করেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৩.২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৫৭ রান তুলে নেয়। ডেনলির হাফ-সেঞ্চুরি ছাড়াও ব্যাট হাতে দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন জো রুট, জনি বেয়ারস্টো ও টম ব্যান্টন। দক্ষিণ আফ্রিকার পক্ষে এনগিদি ও হেনড্রিকস বল হাতে লড়াই চালালেও দলের জয় নিশ্চিত করতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ডি’কক ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮১ বলে ৬৯ রান করেন। মিলার ৪টি চার ও সমসংখ্যক ছক্কার সাহায্যে ৫৩ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। জেজে স্মুটস ৩১ ও তেম্বা বাভুমা ২৯ রানের যোগদান রাখেন। ৫১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন আদিল রশিদ।
ব্রিটিশদের হয়ে জো ডেনলি করেন ৬৬ রান। তিনি ৭৯ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন। বেয়ারস্টো ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪৩ রান করে আউট হন। জো রুট করেন ৫২ বলে ৪৯ রান। ব্যান্টনের অবদান ৩২ বলে ৩২রান। এলগিদি ও হেনড্রিকস ৩টি করে উইকেট নে। ম্যাচের সেরা হয়েছেন আদিল রশিদ। সিরিজ সেরার পুরস্কার উঠেছে কুইন্টন ডি’ককের হাতে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ