এখনও ১৭ বছর বয়সের ঘরে ঢোকেননি, তার আগেই জোড়া বিশ্বরেকর্ডের সঙ্গে নিজের নাম জড়িয়ে ফেললেন পাকিস্তানের নবাগত পেসার নাসিম শাহ। কিছুদিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সবচেয়ে কম বয়সে টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন নাসিম। এবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে সবচেয়ে কম বয়সে টেস্টে হ্যাটট্রিক করার নজির গড়লেন এই পাকিস্তানি পেসার।
মূলত নাসিমের হ্যাটট্রিকের সুবাদেই তৃতীয় দিনের শেষে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের ২২৩ রানের সুবাদে পাকিস্তান তোলে ৪৪৫ রান। ২১২ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করে তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১২৬ রান করে। অর্থাৎ পাকিস্তানের থেকে এখনও ৮৬ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে বাকি চার উইকেটে লড়াই চালাতে হবে টাইগারদের।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ট বলে নাসিম ফিরিয়ে দেন যথাক্রমে নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও মাহমুদুল্লাহকে। কাকতলীয়ভাবে নাসিম ভেঙে দেন এক বাংলাদেশি ক্রিকেটারের বিশ্বরেকর্ড। এর আগে সব থেকে কম বয়সে টেস্টে হ্যাটট্রিক করার রেকর্ড ছিল বাংলাদেশের লেগ-স্পিনার অলোক কাপালির দখলে। ২০০৩ সালে তিনি ১৯ বছর বয়সে পেশোয়ারে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। এবার থেকে সেই রেকর্ডে লেখা থাকবে ১৬ বছরের নাসিমের নাম।
নাসিম তার আগে সঈফ হাসানের উইকেটটিও তুলে নিয়েছিলেন। প্রথম ইনিংসে ১টি উইকেট নেওয়া নাসিম দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ২৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে তামিম ৩৪, নাজমুল ৩৮ ও মোমিনুল অপরাজিত ৩৭ রান করেন। তার আগে পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন শান মাসুদ (১০০) ও বাবর আজম (১৪৩)।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ