আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনাল খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ। অভিজ্ঞরা বলছিলেন, ভারতই ফেবারিট। কিন্তু আবেগ কী আর অভিজ্ঞতার বাছ-বিচার করে! অবশেষে জয় হলো সেই আবেগেরই। আকবরবাহিনী বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল অতীতের সব পরিসংখ্যানের বিরুদ্ধে। রুখে দিল দুর্দান্ত প্রতাপ ভারতের জয়যাত্রা। অথচ এ দলটা পুরো টুর্নামেন্টে ফাইনালের আগে কোনো ম্যাচেই হারেনি। ফাইনালে ভারতকে হারিয়ে দেশকে প্রথম কোনো বিশ্বকাপ ট্রফির স্বাদ উপহার দেওয়া যুবা টাইগারদের পথ দেখালেন অধিনায়ক আকবর আলী।
এই বিশ্বকাপ যারা এনে দিয়েছে, সেই টাইগার তরুণদের একে একে অভিনন্দন জানিয়েছেন দেশের সিনিয়র ক্রিকেটাররা। মুশফিক, তামিম, মুস্তাফিজ কেউই ভুলেননি তাদের অভিনন্দন জানাতে।
ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, এ অভূতপূর্ব অর্জনকে নিজের ক্যারিয়ারের সেরা সাফল্য। ‘আলহামদুলিল্লাহ! কোনো সন্দেহ ছাড়াই আমি বলে দিতে পারি, বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এটাই আমার জীবনের সেরা সাফল্য। এই ছেলেরা আমাকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গর্বিত করল। অভিনন্দন সুপারস্টাররা।’
ফেসবুকের পাশাপাশি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেও টাইগারদের অভিনন্দন জানিয়েছেন মুশফিক।
তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানাতে ভুলেননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাদের অভিনন্দন জানিয়ে টুইট করেন তিনিও।
অপরদিকে তামিম ইকবাল টুইট করেন, আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ জয় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে আন্তরিক অভিনন্দন। তোমরা পুরো দেশকে গর্বিত করেছো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ