পচেফস্ট্রোমে গতকাল অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলা টাইগার বোলাররা চোখে চোখ রেখে লড়াই করেছেন। সুইং, গতি, বাউন্সে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছে টাইগার বোলাররা। ফলাফল- ইতিহাস গড়ে ঘরে তুলেছে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে।
নতুন বিশ্বকাপজয়ী টাইগারদের অভিনন্দন জানিয়েছে পুরো বিশ্ব। বাদ পড়েননি ক্রিকেট তারকারাও। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক। লেখেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। অনেক কাছ থেকে এই টুর্নামেট দেখেছি। তাই বলতে পারি, এখান থেকে অনেক প্রতিভাবান তরুণকে পাবে ক্রিকেট বিশ্ব। তাদের উন্নতিটাও বেশ চমকপ্রদ হবে।
টুইটারে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ ক্রিকেট তারকা জেপি ডুমিনি। তিনি লেখেন, পচেফস্ট্রমে বাংলাদেশের অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপ ছিনিয়ে আনার অসাধারণ মুহূর্ত। ভালো খেলেছো ভারত। এই পুরো টুর্নামেন্টসহ আজকের ক্রিকেটের ধরণ ছিলো বিশ্বমানের। অভিনন্দন বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ