আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। এ জয়ের পর চারদিক থেকে প্রশংসায় ভাসছেন আকবর-ইমন-রকিবুল-শরিফুলরা। কেননা ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ১৭৮ রানে গুড়িয়ে দিয়ে নিজেদের ইনিংসের শুরুটাও দুর্দান্ত করেছিল বাংলাদেশ। মাঝের কিছুটা সময় রবি বিষ্ণোইয়ের বোলিংয়ে এলোমেলো হয়ে গেলেও অধিনায়ক আকবর আলীর ধৈর্য ও ব্যাটিং দৃঢ়তায় শেষ হাসি হেসেছে বাংলাদেশই।
বিডি-প্রতিদিন/মাহবুব