ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ যুবারা। রবিবার রাতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বৃষ্টি আইনে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় আকবর আলীর দল। দারুণ এ জয়ে কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে জনপ্রিয় ধারাভাষ্যকার ও কোচদের প্রশংসায় ভাসছেন টাইগার যুবারা। বাংলাদেশের বিশ্বকাপ জয়ের কিছু ছবি নিচে তুলে ধরা হলো।
বিডি-প্রতিদিন/মাহবুব