অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টান টান উত্তেজনার ম্যাচে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। ভারতের দেওয়া ১৭৮ রানের মামুলি টার্গেটে শুরুটা দারুণ করেন বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান। দাপুটে ব্যাটিংয়ে ৯ ওভারের মধ্যেই তুলে নেন ৫০ রান। তবে পরের ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ছন্দপতন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু উইকেটে অবিচল থাকেন ইমন।
তবে মাঝে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেও দলের বিপদে আবারও ফিরে আসেন। তার ব্যাটেই আসে দলীয় সর্বোচ্চ ৪৭ রান। টাইগার যুবাদের ইতিহাস সৃষ্টি করা বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ওপেনার।
ম্যাচ শেষে ইমন বলেন, এটা দারুণ এক অভিজ্ঞতা। আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। আমার খুবই ভালো লাগছে। এটা একটা কঠিন চেজ ছিল এবং সত্যি বলতে আমরা কঠোর পরিশ্রম করেছি। সত্যিই অসাধারণ লাগছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ