বাংলাদেশি পেসার আবু জায়েদ রাহির উদযাপনকে ভালআভাবে নেয়নি আইসিসি। আগ্রাসী উদযাপনের কারণে তাকে তিরস্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজহার আলীকে আউট করে উদযাপনের মাত্রা ছাড়িয়ে যান আবু জায়েদ। এছাড়া তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হলো। যা ২৪ মাস সময়ে এই প্রথম।
পাকিস্তানের প্রথম ইনিংসের ২৩তম ওভারে এই ঘটনা ঘটে। যেখানে দেখা যায় পাকিস্তান অধিনায়ক আজহারকে আউট করে আগ্রাসী উদযাপন করেন আবু জায়েদ। পরে আজহারের শরীর ঘেসে যান তিনি।
আবু জায়েদ অবশ্য তার এই দোষ ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে স্বীকার করে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার হয়নি।
তিরস্কার হচ্ছে আইসিসি লেভেল ওয়ান অপরাধের সর্বনিম্ন শাস্তি। তিনি আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভেঙেছেন। যেখানে বলা হয়েছে ভাষা, আচরণ, অঙ্গভঙ্গি দ্বারা আন্তর্জাতিক কোনো ম্যাচে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে আউট করে উদযাপন করা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ