দুর্দান্ত বোলিং, ফিল্ডিংয়ে লক্ষ্যটা ছিল নাগালে। ব্যাটিংয়ে দারুণ শুরুর পর ছোট-খাটো এক ধসে ম্যাচ হাত থেকে ছুটতে বসেছিল। তবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য পেল। প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাল বাংলাদেশ।
রবিবার পচেফস্ট্রমে শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগাররা। প্রথমবারের মতো ফাইনালে ওঠে, প্রথমবারই হাতে নিয়েছে স্বপ্নের শিরোপা।
এমন সাফল্যের পর উচ্ছ্বাসটা বাঁধভাঙা হবে, সেটাই তো স্বাভাবিক। তাই শিরোপা জয়ের পর ট্রফি হাতে নিয়ে নাচে-গানে উদযাপন করেছে জুনিয়র টাইগাররা। টেলিভিশনের কল্যাণে সেই উদযাপন দেখেছেন অনেকেই। তবে সেখানেই থেমে থাকেনি জুনিয়র টাইগাররা। ড্রেসিংরুমে ফেরার পরও নেচে গেয়ে আনন্দ করেছেন আকবর আলী, পারভেজ ইমন, শরিফুল ইসলামরা। তাদের সেই উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাদের ক্রিকেট বিশ্বকাপ পেজে আপলোড করেছে আইসিসি।
ভিডিও :
বিডি প্রতিদিন/এনায়েত করিম