অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে স্টিভ স্মিথকে এক ভোটে হারিয়ে পুরস্কার জিতে নিলেন ডেভিড ওয়ার্নার। আর মেলবোর্নে পুরস্কার মঞ্চে উঠে চোখের পানি চাপতে, চাপতে বলে ফেলেন, ‘‘জানি, অতীতে আমি আপনাদের আস্থাভঙ্গ করেছি। তবে এই ভাবে ফিরে আসতে পেরে দারুণ লাগছে।’’
নির্বাসনের পরে ফিরে এসে সাফল্যের মুখই দেখেছেন ওয়ার্নার। যা নিয়ে এই বাঁ-হাতি ওপেনার বলেছেন, ‘‘বিশ্বকাপে চূড়ান্ত পর্বে পৌঁছতে না পেরে আমরা হতাশ হয়েছি। আবার অন্য দিকে অ্যাশেজ ধরে রাখাটা ছিল দারুণ কৃতিত্বের। অ্যাশেজে আমি সাফল্য পাইনি, তার জন্য ক্ষমাপ্রার্থী। তবে মাঠে ফেরার জন্য আমি সব সময় মুখিয়ে ছিলাম। রান পাওয়ার জন্য ক্ষুধার্ত ছিলাম।’’
দৃশ্যত ভেঙে পড়া ওয়ার্নার আরও বলেন, ‘‘ক্রিকেট থেকে দূরে থাকার সময় অত্যন্ত যন্ত্রণার মধ্যে ছিলাম। সেখান থেকে ফিরে আসতে পেরে ভাল লাগছে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ