যুব বিশ্বকাপের শিরোপা জিতে বাংলাদেশ এখন বিশ্ব চ্যাম্পিয়ন। আকবর, শরীফুল, রাকিবুল, ইমনদের অবিশ্বাস্য পারফরম্যান্সে আড়ালে পড়ে গেছে মুমিনুল, লিটন, তামিম, মাহমুদুল্লাহদের দুঃস্বপ্নের পারফরম্যান্স। বহুল আলোচিত রাওয়ালপিন্ডি টেষ্টে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি টাইগাররা। নাসিম শাহ, ইয়াসির শাহ, শাহীদ আফ্রিদি, মোহাম্মদ আব্বাসদের সাঁড়াশি আক্রমণে নাজেহাল হয়ে টানা চার টেস্টে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। নাসিমের হ্যাটট্রিক ও ইয়াসিরের ঘূর্ণিতে নাকাল হয়ে মুমিনুল বাহিনী হেরেছে ইনিংস ও ৪৪ রানে।
এদিকে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে আকবর আলীরা যেভাবে ম্যাচ বের করে এনেছেন সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। মুমিনুল বলেন, ‘যদি আপনি কিছু শিখতে চান তবে আপনার জুনিয়রদের কাছ থেকে এবং সবখান থেকে শিখতে পারেন। কিভাবে ভাল ফল করতে হয় তার কিছু জ্ঞান তারা আমাদের দিয়েছে।’
স্বাগতিকদের বিপক্ষে অসহায় আত্মসমপর্ণের পর পাকিস্তান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘মাঠে তারা সত্যিকারার্থে লড়াই করেছে এবং তাদের থেকে আমাদের শেখা উচিত। তাদের কাছ থেকে আমাদের আরেকটি বিষয় শিখতে হবে এবং তা হলো কিভাবে তারা আত্মবিশ্বাস দেখিয়েছে সেটা।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ