দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। তরুণদের একে একে অভিনন্দন জানিয়েছেন সিনিয়র ক্রিকেটাররা। সেই তালিকায় এবার নাম লেখালেন দুই বছরের জন্য (এক বছর স্থগিত) ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় থাকা টাইগার তারকা সাকিব আল হাসান।
ভারতকে হারানোর পরপরই নিজের অফিসিয়াল ফেসবুকে উচ্ছ্বসিত পোস্ট করেন বিশ্বের সেরা অলরাউন্ডার।
সাকিব লিখেন, ‘যুবা টাইগাররা এটা করে দেখিয়েছে! অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নীল যুবাদের (ভারত) ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ