পচেফস্ট্রোমে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলা টাইগার বোলাররা চোখে চোখ রেখে লড়াই করেছেন। সুইং, গতি, বাউন্সে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছে টাইগার বোলাররা। ফলাফল- চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।
ফাইনালে বৃষ্টি আইনে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় আকবর আলীর দল। আর টাইগার যুবাদের দারুণ এ জয়ে কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে জনপ্রিয় ধারাভাষ্যকার ও কোচরা শুভেচ্ছা জানিয়েছেন।
ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং থেকে শুরু করে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডি, ভারতের ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপরা, এক সময়ের ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার ইয়ান বিশপ, ভারতের সাবেক পেসার ইরফান পাঠান, জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেসহ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বজয়ী বাংলাদেশ দলকে।
এবার যুবা টাইগারদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের নারী ক্রিকেট দলের অন্যতম তারকা সানা মির।
পাকিস্তানের এ উঠতি তারকা নিজের অফিসিয়াল টুইটারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে নিয়ে লিখেন, ‘ক্রিকেট দুনিয়াকে এক কড়া বার্তাই দিল বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ