অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে সোনালী ট্রফিটা নিজেদের দখলে নিয়ে নিয়েছে বাংলাদেশের যুবারা। যার কারণে বাংলাদেশ শব্দটির আগে এখন দুটি শব্দ অনায়াসে যোগ করা যায়। সেটা হলো ‘বিশ্ব চ্যাম্পিয়ন’। লেখা যায় ‘বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ’।
সেই বিশ্ব চ্যাম্পিয়নরা ট্রফি নিয়ে দেশ ফিরবে বুধবার (১২ ফেব্রুয়ারি)। সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে জুনিয়র টাইগারদের বিশ্বকাপ জয়ের অনুভূতি জানাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই বিসিবি সভাপতি জানান, ১২ জানুয়ারি দেশে ফিরবেন আকবর আলীরা।
পাপন বলেন, ‘১২ তারিখ ওরা আসবে। এই খেলোয়াড়দের মধ্যে অনেকেই কিন্তু বিরাট ত্যাগ স্বীকার করেছে। যেটা আমরা সচরাচর আমরা দেখি না, প্রচুর কষ্ট করেছে। এবং আমি যতটুকু বুঝতে পেরেছি অনেকে দেশে ফিরেই বাড়ি যেতে চাচ্ছে, তাদের পরিবারের সঙ্গে দেখা করতে চায়। তারা ১২ তারিখ সকালে আসবে। আমরা বিমানবন্দরে যাব তাদের অভ্যার্থনা জানাতে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ