চোখে-মুখে আগুন! বুকে আত্মবিশ্বাস! মনে জয়ের ক্ষুধা! সঙ্গে সেরা পারফরম্যান্স- সব কিছুর সমন্বয়েই বিশ্বকে অবাক করে দিয়ে বিশ্বজয় করেছে বাংলাদেশ। বিশ্বকে কাঁপিয়ে দিয়ে প্রথম শিরোপা জিতেছে আকবর আলীরা।
বাংলাদেশ এখন আনন্দে মত্ত। সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে টাইগার যুবারা। আর ভারত খুঁজছে পরাজয়ের ‘কারণ’! ‘কিভাবে বদলে গেল বাংলাদেশের যুবারা?’ যে দলের সিনিয়ররা এখনো ম্যাচের আগেই হেরে বসে থাকে সেই দলের ছোটরাই কিনা বিশ্বমঞ্চে সাতবারের ফাইনালিস্টদের বোকা বানিয়ে ছাড়ল!
দেশের ক্রিকেটের এমন আনন্দক্ষণে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন। বিশ্বকাপ জয়ের অনুভূতি জানাতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বলেন, ‘আসলে এই দলটা দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে আপনাদের বলেছিলাম, এখন পর্যন্ত যতগুলো দল এর আগে পাঠিয়েছি এদের মধ্যে এই দলটা ওয়েল প্রিপেয়ার্ড, ওয়েল প্লানড টিম। এবং ওদের পারফরম্যান্সে আমরা আশা করেছি ওরা ভালো করবে। এই জিনিসটা কিন্তু এর আগে কখনো এরকম করে বলিনি। কারণ ওদেরকে নিয়ে একটা স্পেশাল প্ল্যান আমাদের আগেই ছিলো।’
তিনি আরও বলেন, ‘২০১৬তে যে টিমটা ছিলো আমাদের বিশ্বাস ছিলো যে, ফাইনাল খেলবো। কিন্তু হয়নি। আমরা সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাই। তবে ওখান থেকেই আমরা একটি জিনিস বুঝতে পেরেছিলাম, কোথায় আমাদের ঘাটতিটা ছিলো। তখনই আমরা আসলে ঠিক করি যে, এই বিশ্বকাপের জন্য আগে থেকেই প্লান করতে পারি। চেষ্টা করে দেখতে পারি আলাদা করে কিছু করতে পারি কিনা।’
বিসিবি সভাপতি জানান, দলের সবার মধ্যেই জয়ের প্রেরণা কাজ করেছে। যার জন্যই এই সাফল্য এসেছে। পাপন বলেন, ‘আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ওরা জেতার জন্য খেলে। প্রত্যেকটা বল অ্যাকশন দেখলে মনে হয় ওরা জেতার জন্য খেলে জানটা দিয়ে দিচ্ছে। ফিল্ডিং অসাধারণ, ফিল্ডিং এবং ফিটনেস নিয়ে আমরা অল্প বয়স থেকেই কাজ করছি। আমি মনে করি, সবকিছু মিলিয়ে এই সাফল্যটা এসেছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ