বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। সবথেকে কম বয়সে (১৬ বছর ৩৫৯ দিন) টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন তিনি। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে সে পরপর ফিরিয়ে দেয় নাজমুল হোসেন, তাইজুল ইসলাম এবং মাহমুদুল্লাকে।
নাসিমের আগে এই কৃতিত্ব ছিল বাংলাদেশের অলক কাপালির। ১৯ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে। চতুর্থ পাকিস্তানি বোলার হিসেবে হ্যাটট্রিক করল নাসিম। মোহাম্মদ সামি, আবদুল রাজ্জাক এবং ওয়াসিম আক্রামের পর তার নাম।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে রেখেও প্রত্যাহার করা হয়েছিল নাসিমের নাম। নতুন সুযোগ দুর্দান্ত কাজে লাগাল তরুণ পেসার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ