ক্রিকেট পরাশক্তি ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাজ জিতে নিয়েছে বাংলাদেশ। এখন দেশে ফেরার পালা টাইগার যুবাদের।
বুধবার বিকাল ৪টা ৫৫মিনিটে বিশ্বকাপের সোনালি ট্রফি নিয়ে দেশে ফিরবেন অকবর আলীর দল।
জুনিয়র টাইগারদের বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে ক্রিকেট বোর্ডের প্রধান ফটকের মূল ব্যানারেই নেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর ছবি!
মঙ্গলবার সকালে বিসিবির প্রধান ফটকে বড় করে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের ব্যানার তোলে ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থাটি। কিন্তু এই ব্যানারে স্থান পায়নি বিশ্বজয় করা অধিনায়ক আকবর আলীর ছবি।
পরে অবশ্য পাশে ছোট ব্যানার লাগানো হয়। সেখানে আকবরকে ফোকাস করেই ব্যানার লাগানো হয়। কিন্তু প্রধান ব্যানারে আকবরের ছবি না থাকার বিষয়টি সমর্থকদের জন্য দুঃখজনকই বটে।
বিডি প্রতিদিন/কালাম