নেইমারকে ফাউল করার জেরে এবার মেরে ফেলার হুমকি পেলেন আলভারো গঞ্জালেজ। দাবি করেছে তার ক্লাব অলিম্পিক মার্শেই কর্তৃপক্ষ। ফরাসী গণমাধ্যমের দাবি, পিএসজি ম্যাচের পর গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ আনেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
এরপর থেকেই নানাভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে মার্শেইয়ের ডিফেন্ডার এবং তার পরিবারকে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে তাকে হুমকিও দেয়া হচ্ছে। এমন কি তার ব্যক্তিগত ফোনে খুনের হুমকিও এসেছে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের।
পাশাপাশি ফোনটি ব্রাজিল থেকে করা হয়েছিলো বলে অভিযোগ করেছেন তারা। এদিকে, নেইমার বর্ণবাদের অভিযোগ আনলেও, তা অস্বীকার করেছেন গঞ্জালেজ। আর এ বিষয়ে তার পাশে আছে ক্লাব মার্শেই। প্রয়োজনে বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করার কথাও বলেছেন তারা।
বিডি-প্রতিদিন/শফিক