২৪ অক্টোবর, ২০২০ ০৮:৫৪

মেসির নামে ন্যু ক্যাম্পের নামকরণ করা উচিত: পিকে

অনলাইন ডেস্ক

মেসির নামে ন্যু ক্যাম্পের নামকরণ করা উচিত: পিকে

বার্সেলোনা আর লিওনেল মেসি ইস্যু যেন থামছেই না। রিলিজ ক্লজ জটিলতায় মেসি বাধ্য হয়েছেন বার্সেলোনায় থাকতে। এ নিয়ে তার সঙ্গে বোর্ডের যে আচরণ তাতে ক্ষুব্ধ হয়েছেন জেরার্দ পিকে।

ব্যুরোফ্যাক্সে মেসি বার্সার কাছে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ তাকে যেতে দেননি। যখন মেসি বুঝতে পারলেন রিলিজ ক্লজের কারণে কেবল আইনি লড়াইয়ের মাধ্যমে ক্লাব ছাড়া সম্ভব, তখন তিনিও দমে গেলেন। থেকে গেলেন ন্যু ক্যাম্পে।

এই ইস্যুতে এতদিন নীরব থাকলেও পিকে জানালেন, তিনি মেসিকে ফোনে একটি বার্তা পাঠিয়েছিলেন। অধিনায়ককে থাকার জন্য জোরাজুরি না করলেও বলেছিলেন, এক বছরের মধ্যে নতুন প্রেসিডেন্ট ও বোর্ড অব ডিরেক্টর আসবে। বার্সার সঙ্গে নতুন চুক্তির দুই দিন পর কাতালুনিয়া সংবাদমাধ্যম লা ভাঙ্গুয়ার্দিয়াকে এই স্প্যানিশ ডিফেন্ডার বললেন, ‘ওই মুহূর্তে লিওর সঙ্গে আসলে বেশি কিছু বলার ছিল না। কারণ এটা তার একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার মনে আছে, তাকে একটা বার্তা পাঠিয়েছিলাম: ‘লিও, আর এক বছর, তারপর নতুন লোকজন আসবে।’

মেসির সঙ্গে প্রেসিডেন্ট বার্তোমেউ আরও ভালো আচরণ করতে পারতো বলে অভিমত পিকের, ‘কোনও সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত দাবিদার লিও। সে যদি মনে করে তার চলে যাওয়া উচিত... প্রেসিডেন্ট হিসেবে এ বিষয়ে আমি অন্য কিছু করতাম। একজন খেলোয়াড় যে ১৬ বছরে অনেক কিছু দিয়েছে, তার সঙ্গে তো আপস করার কথা।’

মেসি আরও অনেক কিছুর দাবিদার বললেন পিকে, ‘এটা কীভাবে সম্ভব যে ইতিহাসের সেরা খেলোয়াড় একদিন সকালে ঘুম থেকে উঠলো এবং একটা ব্যুরোফ্যাক্স পাঠালো কারণ তার মনে হচ্ছিল কেউ তার কথায় কান দিচ্ছে না? কী হচ্ছে এসব। লিও অনেক কিছুর দাবিদার। নতুন স্টেডিয়ামের নামকরণ তার নামে করা উচিত।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর