করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের দুই তারকা কাসেমিরো ও ইডেন হ্যাজার্ড। এর আগে, গত সপ্তাহে করোনায় আক্রান্ত হন ব্লাঙ্কোসদের আরেক তারকা এডার মিলিতো।
শনিবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানায় রিয়াল। তবে জিনেদিন জিদানের স্কোয়াডে কোচসহ বাকিদের ফলাফল নেগেটিভ এসেছে।
বর্তমানে মিলিতোর সঙ্গে স্বেচ্ছা-আইসোলেশনের যোগ দিয়েছেন কাসেমিরো এবং হ্যাজার্ড। আগামীকাল রবিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন