মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে শিরোপার স্বাদ পেল বাংলাদেশের সালমা খাতুনের দল ট্রেইলব্লেজার্স। ব্যাটিংয়ে সুযোগ না পেলেও অসাধারণ বোলিংয়ে আলো ছড়িয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। প্রতিপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটসহ সর্বাধিক ৩ উইকেট শিকার অফস্পিনিং অলরাউন্ডারের।
সোমবার শারজায় সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় স্মৃতি মাদ্ধানার দল। টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক স্মৃতির ব্যাটে ভর করে ৮ উইকেটে ১১৮ রান করে ট্রেলব্লেজার্স। ৪৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৮ রান করেন মান্ধানা।
১১৯ রান তাড়া করতে নেমে হারমানপ্রিত কউরের সুপারনোভাস থামে ৭ উইকেটে ১০২ রানে। ১৯তম ওভারে সর্বোচ্চ ৩০ রান করা হারমানপ্রিতকে বোল্ড করে ফেরান সালমা। এক বল পরই তুলে নেন পূজাকে। এর আগে রান আউট করেন অঞ্জু পাটিলকে। ৪ ওভার বল করে ১৮ রান খরচায় ৩ উইকেট নেন সালমা।
তিন দলের এই আসরে সালমা তার দলের হয়ে ফাইনালসহ তিনটি ম্যাচই খেলেছেন। কোনো ম্যাচেই তিনি ব্যাট হাতে সুযোগ পাননি। তবে বল হাতে ছিলেন উজ্জ্বল। লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভেলোসিটির বিপক্ষে ২ ওভার বল করে উইকেট না পেলেও মাত্র ৪ রান খরচ করেন। সুপারনোভাসের বিপক্ষে পরের ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রান খরচায় নেন ১ উইকেট।
উল্লেখ্য, আসরে বাংলাদেশ থেকে সালমা ছাড়াও খেলেছেন জাহানারা আলম। তার দল ভেলোসিটি ফাইনালে উঠতে ব্যর্থ হয়।
বিডি-প্রতিদিন/শফিক