৫ ডিসেম্বর, ২০২০ ০৮:০০

ক্রিকেটারের করোনা, ইংল্যান্ড-আফ্রিকা ম্যাচ স্থগিত

অনলাইন ডেস্ক

ক্রিকেটারের করোনা, ইংল্যান্ড-আফ্রিকা ম্যাচ স্থগিত

সংগৃহীত ছবি

কোভিড-১৯ আতঙ্কে পিছিয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডস মাঠে একদিনের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের। কিন্তু বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে রুটিন পরীক্ষায় প্রোটিয়া দলের এক ক্রিকেটারের করোনা ধরা পড়ে। এরপর ম্যাচ কর্মকর্তারা এবং দুই দলের সংশ্লিষ্টরা ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 

গতকাল শুক্রবারের ম্যাচ পুনরায় রবিবার (৬ ডিসেম্বর) খেলা হবে বলে জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের তরফে। পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল, ৪, ৬ এবং ৯ ডিসেম্বর। নতুন সূচিতে তা হয়ে দাঁড়াল ৬, ৭ এবং ৯ ডিসেম্বর। একই মাঠে ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় ম্যাচ পিছাতে অসুবিধা হয়নি। আলাদা মাঠে খেলা হলে হয়তো বাতিল করতে হত। 

প্রসঙ্গত, সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের ৩-০ হারিয়ে দিয়েছে ইয়ান মর্গ্যানের ইংল্যান্ড। একদিনের সিরিজটা ছিল ফাফ ডু প্লেসিদের প্রত্যাবর্তনের মঞ্চ। কিন্তু শুরুতেই এই বিপত্তি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর