চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। প্রথম লেগের খেলায় কাতালানরা ৪-১ গোলে উড়ে গেছে পিএসজির কাছে। ন্যু ক্যাম্পে এসে রাজত্ব করে গেছেন কিলিয়ান এমবাপ্পেরা। লিওনেল মেসির পেনাল্টি থেকে প্রথমে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ১ গোল দিয়ে সমতা আনেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে পূর্ণ করেন হ্যাটট্রিক। মাঝে একটি গোল করেন মোয়েস কেন।
বার্সা কোচ রোনাল্ড কোম্যান শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিচ্ছেন পিএসজিকে। তিনি বলেন, ‘ফলাফলই নিশ্চিত করে দেয় তারা (পিএসজি) কতটা শ্রেষ্ঠ। তারা খুবই কার্যকর। প্রথমার্ধ থেকেই তা বজায় ছিল। দ্বিতীয়ার্ধে আমরা রক্ষণে সমস্যার মুখোমুখি হয়েছি। শারীরিকভাবে তারা আমাদের থেকে শক্তিশালী এটা প্রমাণ করে দেখিয়েছে।’
বার্সা কোচকে পোড়াচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। শেষ ৪৫ মিনিটে বার্সা গোল হজম করে ৩টি। ‘নির্দিষ্টভাবে বললে তারা দ্বিতীয়ার্ধে যা দেখিয়েছে তাতে আমাদের মানতেই হবে তারা শ্রেষ্ঠ। তারা প্রমাণ করে দেখিয়েছে যে আমাদের থেকে শক্তিশালী। আমাদের এটা গ্রহণ করতে হবে, বিভিন্ন বিষয় আমাদের আরও উন্নতি করতে হবে।’
মার্চের ১১ তারিখ প্যারিসের মাঠেই এমবাপ্পেদের মুখোমুখি হতে হবে মেসিদের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ