কলম্বিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয় কোপার দ্বিতীয় সেমিফাইনালের এই ম্যাচ। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই কলম্বিয়ার ৫টি শটের মধ্যে তিনটিই ঠেকিয়ে জয়ের নায়কে পরিণত হন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর দলের মহানায়ক লিওনেল মেসি তাকে স্তুতিতে ভাসিয়েছেন।
মেসি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদের একজন এমি আছে। যে কি না ফেনোমেনন। আমাদের তার ওপর বিশ্বাস ছিল। আমরা টুর্নামেন্টে সবকটি ম্যাচ খেলার লক্ষ্য পূরণ করতে পেরেছি। এখন আমরা ফাইনালে।’
চারিদিকে প্রশংসায় ভাসছেন মার্টিনেজ। তবে মেসির প্রশংসা নিশ্চয়ই তার কাছে অনেক আরাধ্য, অনেক মূল্যবান। সেমিফাইনাল ম্যাচের আগে মাত্র ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মার্টিনেজ। অনুশীলনে তাকে দেখে পছন্দ হওয়ায় মেসি নিয়মিত তাকে সুযোগ দিয়ে আসছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ