বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের স্বপ্ন পূরণ হতে দিলেন না জার্মানির আলেকজান্ডার জেভরেভ। টোকিও অলিম্পিকে নোভাক জকোভিচ হারিয়ে ফাইনালে উঠেন আলেকজান্ডার জেভরেভ।
ফ্রেঞ্চ ওপেনের পর অস্ট্রেলিয়ান ওপেন। একের পর এক শিরোপা জয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন নোভাক জকোভিচ। কিন্তু টোকিও অলিম্পিকের পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনাল হেরে টোকিও থেকে বিদায় নিলেন জকোভিচ।
সার্বিয়ান তারকা জকোভিচের সামনে সুবর্ণ সুযোগ ছিল গোল্ডেন স্লাম জয়ের। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হতে দিলেন না জেরেভ।
আলেকজান্ডার জেরেভের কাছে ৬-১, ৩-৬, ১-৬ ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিলেন নোভাক জকোভিচ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন