টি-২০ বিশ্বকাপের মহাযজ্ঞে মাহমুদুল্লাহদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। সুপার টুয়েলভে টানা পাঁচ হার এবং প্রথম পর্বে স্কটল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলাতে পারছে না ঘরের মাঠেও। হারের বৃত্ত থেকে বের হতে পারেনি সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে। আজ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচে নামার আগেই সিরিজ হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে আজ জিততেই হবে বাংলাদেশকে।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
প্রথম দুই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেললেও শেষ ম্যাচে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। টেস্টের প্রস্তুতির জন্য দলে নেই সাইফ হাসান। তার বদলে জায়গা করে নিয়েছেন শামিম হোসাইন। ইনজুরির কারণে খেলবেন না দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তাদের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ ও অভিষিক্ত শহিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ