১৭ জানুয়ারি, ২০২২ ১৪:১৩

বাংলাদেশের পতাকার পাশে নিউজিল্যান্ডের নাম বসালো আইসিসি!

অনলাইন ডেস্ক

বাংলাদেশের পতাকার পাশে নিউজিল্যান্ডের নাম বসালো আইসিসি!

অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে হোবার্টে রবিবার ১৪৬ রানের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া। ফলে ইংলিশদের ৪-০ ব্যবধানে হারিয়ে অ্যাশেজের শিরোপা জিতলো কামিন্সবাহিনী। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হালনাগাদ পয়েন্ট তালিকা প্রকাশ করে আইসিসি। কিন্তু সেই তালিকায় মস্ত বড় ভুল করে বসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির প্রকাশিত তালিকাটির প্রথম ৫ অবস্থান ঠিক থাকলেও বাকি ৪টিতে যত গণ্ডগোল। নিউজিল্যান্ডের নাম ছয়ে রাখলেও বাঁ পাশে বাংলাদেশের পতাকা রাখা হয়। এরপর সাতে বাংলাদেশের নামের বাঁ পাশে ওয়েস্ট ইন্ডিজের পতাকা এবং আটে ওয়েস্ট ইন্ডিজের পতাকার ঘরে নিউজিল্যান্ডের পতাকা দেখা যায়। 

আইসিসির প্রকাশিত প্রথম তালিকা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। অনেককে এ নিয়ে হাস্যরস করতেও দেখা যায়। অবশ্য কিছুক্ষণের মধ্যেই ভুল সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করে আইসিসি। দ্বিতীয় তালিকায় অবশ্য সব দেশের নাম ও পতাকা ঠিক জায়গাতেই দেখা যাচ্ছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর