বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (টি-টোয়েন্টি) ২০২২-এর অষ্টম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২১ জানুয়ারি। টুর্নামেন্টকে সামনে রেখে জার্সি উন্মোচন করেছে মিনিস্টার ঢাকা দল।
সোমবার সন্ধ্যায় গুলশান ২ এর মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করে মিনিস্টার ঢাকা।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্বত্বাধিকারী মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, মিনিস্টার ঢাকা দলের খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, দলের হেড কোচ মো. মিজানুর রহমান বাবুল, টিম ম্যানেজার সাইফুল ইসলাম ভূঁইয়া, লজিস্টিক ম্যানেজার আলিমুজ্জামান সজিব প্রমুখ।
অনুষ্ঠানে লোগো ও জার্সি উন্মোচনের পাশাপাশি দলের স্বত্বাধিকারী মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান রাজ মাহমুদউল্লাহ রিয়াদকে মিনিস্টার ঢাকা দলের অধিনায়ক করে পুরো দলের তালিকা ঘোষণা করেন।
দলের অন্যান্য খেলোয়াড়া হলেন- মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, জহুরুল ইসলাম, শামসুর রহমান শুভ, শফিউল ইসলাম, নাঈম শেখ, রিশাদ হোসেন, এবাদত হোসেন চৌধুরী, ইমরানুজ্জামান, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), মোহাম্মদ শাহজাদ মোহাম্মদী (আফগানিস্তান), কায়েস আহমেদ কামাওয়াল (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান)।
প্রসঙ্গত, মিনিস্টার গ্রুপের পাশাপাশি মিনিস্টার ঢাকা দলের সাথে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে ফুডপান্ডা বাংলাদেশ, গাজী গ্রুপ, কানসাই নেরোলাক পেইন্ট (বাংলাদেশ)।
বিডি প্রতিদিন/আবু জাফর